ভিশনঃ
সরকারের ঘোষিত ‘‘রূপকল্প ২০২১’’ বাসত্মবায়নকল্পে তথ্য প্রযুক্তি নির্ভর ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে ত্রম্নটিমুক্ত আধুনিক ভূমি রেকর্ড প্রস্ত্তত করা।
মিশনঃ
প্রচলিত গ্যান্টার চেইন বা ফিতার মাপের পরিবর্তে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভূমির ডাটা সংগ্রহ করা। সংগৃহীত ডাটা ব্যবহার করে মৌজা নকশা এবং খতিয়ান প্রস্ত্তত করা। একই সঙ্গে খতিয়ান ও নকশার ডাটা বেইজ তৈরি করে অনলাইনে জনগণের ভূমি রেকর্ডের তথ্য পাওয়ার অবারিত সুযোগ সৃষ্টি করা।