Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০১৭

দিয়ারা জরিপের প্রস্তাব প্রেরণের ছক

 

দিয়ারা জরিপের জন্য প্রস্তাবিত ভূমির তথ্যাদি :

প্রস্তাবিত ভূমির জেলা

:

 

উপজেলা

:

ইউনিয়ন

:

 

জেএল নং সহ মৌজার নাম

:

 

০১।

(ক) প্রস্তাবিত চরটি পূর্বে কোন মৌজা সিকস্তির পর পয়স্থি হয়েছে কিনা ?

:

 

 

(খ) যদি সিকস্তির পর পয়স্থি হয়ে থাকে সেক্ষেত্রে সার্ভে এ্যাক্ট ১৮৭৫ এর ১৩ এ-ই পর্যন্ত ধারার বিধান অনুসরণ পূর্বক নকশায় সিকস্তি ও পয়স্থি লাইন টেনে প্রস্তাব প্রেরণ করবেন।

:

 

 

(গ) সিকস্তির পর পয়স্থি হয়ে থাকলে তা কোন বছরে সিকস্তি হয়েছিল এবং কোন বছরে পয়স্থি তার বিবরণ এবং তার সমর্থনে নকশা ও রেজিস্টার vііі এবং রেজিস্টার ৬৭ প্রস্ত্তত আছে কিনা তার বিবরণ ?

:

 

০২।

প্রস্তাবিত এলাকাটি নতুন জেগে ওঠা চর হলে নিকটবর্তী সংলগ্ন মৌজার পূর্ববর্তী জরিপের নকশার সাথে যোগ করে নির্ধারিত স্কেলে পয়স্থি রেখা টেনে প্রস্তাব প্রেরণ করবেন।

:

 

০৩।

সমগ্র ভূমি নতুন পয়স্থি হলে নতুন মৌজা হিসাবে নামকরণ হয়েছে কিনা ? হলে নাম কি ? নাম অনুমোদনে সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল ১৯৩৫ এর ৩২১ বিধি অনুসরণ হয়েছে কি না ?

:

 

০৪।

ভূমি চর্চা ম্যাপ হয়েছে কি না ? হলে ভূমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেয়া হয়েছে কি না ?

:

 

০৫।

ভূমির বর্তমান শ্রেণী (বসতভিটা / নাল / মৎস্যচাষ / অন্যান্য) ? কোন শ্রেণীর জমির পরিমাণ কত ?

:

 

০৬।

প্রস্তাবিত ভূমির কত অংশ বর্ষাকালে এবং কত অংশ শীতকালে জলমগ্ন থাকে ?

:

 

০৭।

প্রস্তাবিত এলাকায় এসএ এন্ড টি অ্যাক্টের ৮৬ ধারা মোতাবেক কার্যক্রম নেয়া হয়েছে কিনা ? হয়ে থাকলে তার বিবরণ।

 

:

 

০৮।

(ক) প্রস্তাবিত ভূমির সাথে আন্ত:জেলা / আন্ত:উপজেলা সীমানা বিরোধ আছে কিনা ? থাকলে সীমান্তবর্তী জেলা / উপজেলার নাম।

:

 

 

(খ) যদি বিরোধ থাকে তাহলে নিষ্পত্তি হয়েছে কিনা ? হয়ে থাকলে সংশ্লিষ্ট ম্যামো বা সমঝোতা পত্রের অনুলিপি সংযুক্ত করুন।

:

 

০৯।

প্রস্তাবিত ভূমি সংলগ্ন মৌজা সংশ্লিষ্ট জোনাল সেটেলমেন্ট অফিসের মাধ্যমে জরিপ কার্যক্রম চলমান আছে কিনা ? থাকলে বর্তমানে কোন পর্যায়ে আছে ?

:

 

১০।

ইতোপূর্বে জরিপ হয়ে থাকলে তার সন ও জরিপের নাম

:

 

১১।

যদি আপনার অন্যরূপ কোন সুপারিশ বা মতামত থাকে।

:

 

 

         

 

 

প্রস্তাবক

 

 

 

সহকারী কমিশনার (ভূমি)

(নামযুক্ত সীল)

সুপারিশকৃত

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

(নামযুক্ত সীল)

সুপারিশকৃত

 

 

 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

(নামযুক্ত সীল)

 

 

 

 

জেলা প্রশাসক

(নামযুক্ত সীল)