দিয়ারা সেটেলমেন্ট ক্যাম্প নরসিংদীর মাধ্যমে দিয়ারা জরিপ কার্যক্রম শুরু করা হয় ১৯৮৯ সাল থেকে। দিয়ারা অপারেশন ক্যাম্প, নরসিংদী কোর্ট বিল্ডিং চত্ত্বরের মহকুমা প্রশাসকের পুরাতন কার্যালয়ে অবস্থিত। জেলা প্রশাসকগণের চাহিদার প্রেক্ষিতে ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, জামালপুর ও শেরপুর মোট ৬টি জেলার ১৭৯টি মৌজার জরিপ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এছাড়া্ সকল স্তরের কার্যক্রম সমাপনান্তে ৪৪টি মৌজার রেকর্ড জেলা প্রশাসকগণ বরাবরে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট মৌজাসমূহের কার্যক্রম চলমান আছে।
বর্তমানে ২০১৫-১৬ অর্থ বছরে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ১৪টি মৌজার ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে কর্মসূচীভুক্ত মৌজাসমূহের নকশা প্রস্ত্ততের কাজ চলমান আছে।